প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫ ০০:১৩

আদমদীঘির ইয়েস কার্ড পাওয়া ক্ষুদে সাঁতারুদের ইউএনও’র সংবর্ধনা

মিহির কুমার সরকার, আদমদীঘি, বগুড়াঃ
আদমদীঘির ইয়েস কার্ড পাওয়া ক্ষুদে সাঁতারুদের ইউএনও’র সংবর্ধনা

“সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” বগুড়া জেলায় সুইমিং সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহন করে আদমদীঘি উপজেলার জিনইর সুইমিং ক্লাবের সদস্য আব্দুল্লাহ কাজি (১১) ও সাদিক মন্ডল (১১) নামের দুই কিশোর ইয়েস কার্ড পাওয়ায় তাদের সংবর্ধনা দিয়েছেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা। গত বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১টায় আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসারের কক্ষে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জিনইর সুইমিং ক্লাবের সভাপতি খন্দকার মেহেদী হাসান, সম্পাদক ও ট্রেনার মাহবুব আলমসহ নেতৃবর্গ। 
জানাযায়, বাংলাদেশ সুইমিং ফেডারেশন আয়োজিত ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫ এর প্রতিযোগিতা সারাদেশে শুরু করা হয়। গত ২২ জুন বগুড়া সদর উপজেলা পুকুর মাটি ডালিতে এই সাঁতার প্রতিযোগিতা অংশ গ্রহন করে আদমদীঘি উপজেলার জিনইর সুইমিং ক্লাবের সদস্য ক্ষুদে সাঁতারু আব্দুল্লাহ কাজি ও সাদিক মন্ডল নামের দুই কিশোর ইয়েস কার্ড পায়। এই ক্ষুদ্রে সাঁতারুরা ইয়েস কার্ড পাওয়ায় তাদের উৎসাহিত করার লক্ষে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা ওই দুই সাঁতারুসহ জিনইর সুইমিং ক্লাবের সদস্যদের সংবর্ধনা দেন। এই ক্ষুদে দুই সাঁতারু, ট্রেনারসহ ১৭জন সদস্য ঢাকায় সুইমিং ফেডারেশনে চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য তাদের সকল সহযোগিতার করার আশ্বাস দেন তিনি। 

উপরে