প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫ ০০:১৪
আদমদীঘির সান্তাহারে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারি গ্রেপ্তার
উপজেলা সংবাদদাতা, আদমদীঘি, বগুড়া

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ২৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মুন্না (৩৫) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় সান্দিড়া পশ্চিমপাড়ায় জনৈক বক্কর আলীর বাড়ির সামনে ইটের সোলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন জানান, সান্তাহার পৌর এলাকায় ডিউটিরত অবস্থায় খবর পান সান্দিড়া এলাকায় মাদক কেনাবেচা চলছে। তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্সসহ অভিযানে গেলে বক্কর আলীর বাড়ির সামনে কয়েকজন পালিয়ে গেলেও মুন্নাকে আটক করা সম্ভব হয়। তার দেহ তল্লাশিতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মুন্নার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।