বগুড়া জিলা স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ভুল মূল্যায়ন, ৮৮৩ শিক্ষার্থীর ফলাফল সংশোধনের নির্দেশ

এসএসসি পরীক্ষায় ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ে ভুল মূল্যায়নের কারণে বগুড়া জিলা স্কুল কেন্দ্রের ৮৮৩ শিক্ষার্থীর ফলাফল সংশোধনের নির্দেশ দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড।
কেন্দ্র কর্তৃপক্ষ ভুলক্রমে ৫০ নম্বরের ব্যবহারিক পরীক্ষাকে ২৫ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করে শিক্ষার্থীদের ফলাফল বোর্ডে পাঠায়। পরে বিষয়টি নজরে আসার পর কেন্দ্রসচিবের লিখিত আবেদনের প্রেক্ষিতে শনিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
রাজশাহী শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, জিলা স্কুল কেন্দ্রের সব শিক্ষার্থীর ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা ৫০ নম্বরের পরিবর্তে ভুলবশত ২৫ নম্বরে মূল্যায়ন করা হয়েছিল। এখন তা সংশোধন করে সঠিকভাবে ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, বগুড়া জিলা স্কুল কেন্দ্র থেকে এবারের এসএসসি পরীক্ষায় শহরের আটটি বিদ্যালয়ের মোট ৮৮৩ জন শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন। ভুল মূল্যায়নের ফলে অনেক শিক্ষার্থী অন্য বিষয়ে ৯০ থেকে ৯৮ নম্বর পেলেও ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ে পেয়েছেন ৬০-এর নিচে। ফলে প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি অনেকে।
গত বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর বিষয়টি প্রথমে শিক্ষার্থী ও অভিভাবকদের নজরে আসে। এরপর ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা জিলা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ সময় উত্তেজিত অভিভাবকদের হাতে কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব সেলিমা নাসরিন এ প্রসঙ্গে বলেন, “কারিগরি ত্রুটির কারণে অনাকাঙ্ক্ষিতভাবে এই ভুল হয়েছে। ইতোমধ্যে শিক্ষাবোর্ডে লিখিতভাবে আবেদন করা হয়েছে। শিগগিরই সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে।”