প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৫ ০১:৫৫
বগুড়ায় অস্ত্র ও বিস্ফোরক মামলায় পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শাজাহানপুরে অস্ত্র, বিস্ফোরক এবং হত্যা মামলার পলাতক আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম ইজহারুল ইসলাম (৪২)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৩ জুলাই) দুপুরে শাজাহানপুর রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শাজাহানপুর থানা পুলিশ জানায়, ইজহারুল ইসলামের বিরুদ্ধে ২০২৪ সালের ১ নভেম্বর দায়ের হওয়া একটি মামলায় (মামলা নম্বর: ০১; জিআর নম্বর: ৩২৪/২০২৪) অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তার ইজহারুল ইসলামের বাড়ি উপজেলার গন্ডগ্রাম ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইজহারুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।