বগুড়ায় যুবকের মরদেহ উদ্ধার, কপালে আঘাতের চিহ্ন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নিজ বাড়ির গেটের সামনে থেকে সজীব মিয়া (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজীব মিয়া ওই এলাকার শরিফ উদ্দিনের ছেলে। তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজীব কয়েক বছর আগে এইচএসসি পাস করেন। এরপর থেকেই তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। শনিবার রাতেও তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। পরদিন সকালে নামাজ পড়তে বের হয়ে সজীবের বাবা বাড়ির গেটের সামনে ছেলেকে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
ওসি জামিরুল ইসলাম বলেন, "সজীবের কপালে জখম রয়েছে। এটি হত্যা, আত্মহত্যা না দুর্ঘটনা— তা এখনও নিশ্চিত নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।