প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫ ০১:৪২

চাকরি দেওয়ার নামে প্রতারণা: অসহায় প্রতিবন্ধীর ১০ লাখ ৫০ হাজার টাকা ও সার্টিফিকেট হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
চাকরি দেওয়ার নামে প্রতারণা: অসহায় প্রতিবন্ধীর ১০ লাখ ৫০ হাজার টাকা ও সার্টিফিকেট হাতিয়ে নেওয়ার অভিযোগ
ছবি- বিজ্ঞপ্তির

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক অসহায় প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা ও তার মূল শিক্ষাগত সনদপত্র আত্মসাৎ করার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আফজাল হোসেন আজ (বুধবার) বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ আফজাল হোসেন বলেন, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ও অসহায় মানুষ। জীবিকার তাগিদে তিনি চাকরি খুঁজছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে গাবতলী থানার হোড়ারদীঘী গ্রামের মৃত আফাজ উদ্দিন পাইকার মেম্বারের নাতি মোঃ নাঈম, নাতনি রাবেয়া সুলতানা ববি ও পপি, তাদের আত্মীয় আবু বক্কর সিদ্দিকসহ একটি প্রতারকচক্র চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে তার কাছ থেকে পর্যায়ক্রমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেয়।

আফজাল হোসেন জানান, প্রতারকচক্র তার কাছ থেকে ২৬ মার্চ ২০২৩ তারিখে ২ লাখ ৫০ হাজার, ৯ এপ্রিল ৩ লাখ, ২৯ সেপ্টেম্বর ৩ লাখ এবং ব্যাংকের মাধ্যমে আরও ২ লাখ টাকা নেয়। সবমিলিয়ে তার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া, তারা তার মূল সার্টিফিকেটও নিয়ে নেয় এবং বিভিন্ন ভুয়া নিয়োগপত্র ও জাল কাগজপত্র প্রদান করে।

ভুক্তভোগী আফজাল হোসেন আরও অভিযোগ করেন, এখন টাকা ও সার্টিফিকেট ফেরত চাইলে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তাকে মেরে ফেলার ভয় দেখানো হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে থানায় ও আদালতে ঘুরেও কোনো বিচার পাননি বলে দাবি করেন।

তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি একজন প্রতিবন্ধী মানুষ। আমি সঠিক বিচার চাই। প্রতারক চক্রের হাত থেকে আমার টাকা ও সার্টিফিকেট উদ্ধার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের সহযোগিতা কামনা করেন এবং নিরাপত্তার নিশ্চয়তা চান।

উপরে