প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫ ০১:৩৮

‎“কবিতা সাহিত্য গ্রুপ” সম্মাননা পেলেন বগুড়ার কবি ফাতেমা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক
‎“কবিতা সাহিত্য গ্রুপ” সম্মাননা পেলেন বগুড়ার কবি ফাতেমা ইয়াসমিন

‎ঢাকায় অনুষ্ঠিত “কবিতা সাহিত্য গ্রুপ”-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘গুণীজন সংবর্ধনা-২০২৫’ অনুষ্ঠানে সংবর্ধনা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বগুড়ার প্রখ্যাত কবি, সংগঠক ও সংগীতশিল্পী ফাতেমা ইয়াসমিন।

‎গত শুক্রবার (১৮ জুলাই) ঢাকার সেগুনবাগিচাস্থ কচিকাঁচা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসেরা কবি ও পরিবেশবিজ্ঞানী জাহাঙ্গির আলম রুস্তম।

‎প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন কবি, গবেষক, বহু ভাষাবিদ ও দৈনিক দেশ জগৎ-এর প্রকাশক মাহমুদুল হাসান নিজামী।

‎উদ্বোধক হিসেবে ছিলেন ক্যান্সার গবেষক ও অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ার। সভাপতিত্ব করেন কবিতা সাহিত্য উৎসবের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম খান।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন –

শিহাব রিফাত আলম, প্রতিষ্ঠাতা, জাগ্রত পরিষদ জ্যাম্বস কাজল, কবি, সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক নাহিদ গুলনার ইভা, নারী উদ্যোক্তা এবং অন্যান্য বিশিষ্ট সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিজনেরা।

‎লিপি আক্তার এর সঞ্চালনায় গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে কবি ফাতেমা ইয়াসমিনের সাহিত্য ও সাংস্কৃতিক অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানটি ছিল হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণামূলক।

উপরে