বগুড়ায় মাদ্রাসা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

জমি দখল, মাদ্রাসা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে বগুড়ায় সংবাদ সম্মেলন করেছেন “আল ফালাহ নুরানী হিযবুল কোরআন এতিমখানা, মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং”-এর পরিচালক হাফেজ মো. শাজাহান আলী। সোমবার (২২ জুলাই) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
শাজাহান আলী অভিযোগ করেন, বগুড়া পৌরসভার খান্দার এলাকায় তাঁর বসতবাড়ি ও মাদ্রাসা প্রতিষ্ঠানে গত ৩০ জানুয়ারি সকালে স্থানীয় মো. ইনছান আলী নামের এক ব্যক্তি দলবল ও ভাড়াটে লোকজন নিয়ে হামলা চালান। এ সময় তাঁর ওপর চাঁদা দাবি করা হয় এবং মাদ্রাসার কাগজপত্র দেখাতে চাপ দেওয়া হয়। কাগজপত্র না পেয়ে অভিযুক্তরা মোটরসাইকেলে জোর করে তাঁকে তুলে নিয়ে যান এবং তাঁর চোখের সামনে মাদ্রাসার আসবাবপত্র ভেঙে ফেলে, পাশাপাশি এতিম ছাত্রদের বের করে দেওয়া হয়।
তিনি বলেন, ভাঙচুরে বাধা দিতে গেলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় এবং প্রাণভয়ে তিনি আদালতের আশ্রয় নিয়ে ১ম সিনিয়র সহকারী জজ আদালতে একটি উচ্ছেদ মামলা (নম্বর ৫২৪/২৪) দায়ের করেন, যা বিচারাধীন।
শাজাহান আলীর অভিযোগ, আদালতের মামলার চলমান অবস্থায়ও অভিযুক্ত ইনছান আলী ভুয়া স্বাক্ষর ও অসাধু প্রক্রিয়ায় পৌরসভা থেকে ভবন নির্মাণের অনুমোদন নেন। এ বিষয়ে তিনি পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে আপত্তি জানালেও সেখান থেকে তাঁকে বলা হয়, “এই বিষয়ে আমাদের কিছু করণীয় নেই, আপনি ভূমি অফিসে অভিযোগ দিন বা আপোষ করুন।”
তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় রাজনীতির ছত্রছায়ায় প্রভাব খাটিয়ে মাদ্রাসার জায়গা দখলে নিতে চাইছে। এ বিষয়ে বিএনপির জেলা সভাপতির কাছেও অভিযোগ জানানো হয়, তবে কোনো সুরাহা হয়নি। বরং মামলা তুলে না নিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা ও গুমের হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে হাফেজ শাজাহান আলী সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি মাদ্রাসা ও এতিমখানা রক্ষাসহ নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত হস্তক্ষেপের জোর দাবি জানান।