বগুড়ায় হত্যাচেষ্টা মামলার প্রধান সাক্ষীর ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

বগুড়ায় একটি হত্যাচেষ্টা মামলার প্রধান সাক্ষীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মামলার আসামির বিরুদ্ধে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ি সড়কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় এ কে এম ওসামা বিন কাদের (২০) নামের এক যুবককে।
আহত ওসামা শহরের মালতীনগর ভাটকান্দি এলাকার বাসিন্দা এবং আব্দুল কাদেরের ছেলে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
আহতের পরিবার সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জুয়েল নামের এক ব্যক্তি এ হামলা চালান। পূর্বের একটি মামলায় ওসামা আদালতে সাক্ষ্য দেন, যেখানে জুয়েল তাঁর স্ত্রীকে বিষপানে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত ছিলেন।
ওসামার বাবা আব্দুল কাদের জানান,
“বগুড়ার এক নারীকে তাঁর স্বামী বিষ খাইয়ে হত্যার চেষ্টা করে। ওই ঘটনায় আদালতে মামলা হলে আমার ছেলে ওসামা প্রধান সাক্ষী ছিলেন। সেই ক্ষোভ থেকেই জুয়েল শরীয়তপুর থেকে এসে আমার ছেলের ওপর হামলা চালান।”
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বলেন,
“আহতের শারীরিক অবস্থা গুরুতর। আমরা হামলাকারীর পরিচয় নিশ্চিত হয়েছি। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং মামলার সাক্ষীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।