প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫ ০১:৫৮
টিএমএসএস শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সমন্বয় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তিঃ

টিএমএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ সমন্বয় সভা গতকাল বুধবার বগুড়ার হোটেল মম ইন-এ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই সভায় টিএমএসএস পরিচালিত মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, কারিগরি, ভোকেশনাল, সাধারণ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কৌশল, সুষ্ঠু ক্যাম্পাস পরিবেশ এবং ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার নানা দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) এবং বিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার। এছাড়াও বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গুলনাহার পারভিন, উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মো. মতিউর রহমান, উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জাকির হোসেন এবং বিভিন্ন বিভাগের পরিচালক ও অধ্যক্ষবৃন্দ।
সভায় সামগ্রিক তথ্য উপস্থাপন করেন টিএমএসএস শিক্ষা ডোমেইনের প্রধান সাজ্জাদুল বারী সুমন। এতে টিএমএসএস পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপদেষ্টা ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।