প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৫ ০৩:৪৩

বগুড়ায় আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর

 

বগুড়ায় আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে সদর থানার কাছাকাছি অবস্থিত জেলা জাতীয় পার্টির কার্যালয়ে একদল মুখোশধারী উচ্ছৃঙ্খল ব্যক্তি এ হামলা চালায়।

জাতীয় পার্টির নেতাদের দাবি, হামলাকারীদের সংখ্যা ছিল ৩০-৩৫ জন। তারা মোটরসাইকেলযোগে এসে দলীয় কার্যালয়ের দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে দ্রুত সেখান থেকে সরে যায়। ঘটনার সময় কার্যালয়ে কেউ না থাকলেও কিছুক্ষণ আগেই সেখানে ছিলেন কয়েকজন নেতাকর্মী। ভাঙচুরের খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বগুড়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সরকার স্বপন বলেন,

“আমরা রাত ৯টা পর্যন্ত কার্যালয়ে ছিলাম। পরে চা পানের জন্য সাতমাথা যাই। এর কিছুক্ষণ পরেই উচ্ছৃঙ্খল একদল যুবক হামলা চালায়।”

তিনি আরও জানান,

“এ হামলার সঙ্গে ৬ ফেব্রুয়ারির ঘটনার কোনো যোগসূত্র নেই। এটি নতুন করে পরিকল্পিতভাবে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাধ্যমে সংঘটিত হয়েছে। আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানাই।”

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন,

“কারা হামলা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে, ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ‘ছাত্র-জনতার’ নামে সংগঠিত একটি হামলায় জাতীয় পার্টির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই সময় কার্যালয়ের সামনের অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। পরে ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করা হলেও এবার আবারও হামলার শিকার হলো কার্যালয়টি।

জেলা জাতীয় পার্টির সিনিয়র সাংগঠনিক সম্পাদক আজিজ আহমেদ রুবেল বলেন,

“আমরা ব্যক্তিগত খরচে অফিস সংস্কার করেছি। সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মগোপনে থাকার কারণে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় চরম সমস্যায় পড়েছি। এখন আবার নতুন করে হামলা আমাদের হতাশ করেছে।”

দলটির জেলা সভাপতি সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নুরুল ইসলাম ওমর জানিয়েছেন, তিনি বর্তমানে দেশের বাইরে আছেন এবং হামলার বিষয়ে অবগত নন।

এ ঘটনায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

উপরে