প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৫ ০০:৪৯

বগুড়ার শাজাহানপুরে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুরে মাটির ঘরের দেয়াল ধসে ঘুমন্ত ব্যক্তির মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে অতিরিক্ত বৃষ্টির কারণে মাটির ঘরের দেওয়াল ধসে ঘুমন্ত অবস্থায় কিবরিয়া (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ জুলাই) সকালে উপজেলার ফুলতলা পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া রাজশাহীর বুধপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে। তিনি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে ফুলতলা পুকুরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় একা বসবাস করছিলেন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি আর বিয়ে করেননি। পেশায় তিনি একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।

কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল মাহমুদ জানান,

“শনিবার রাত থেকে টানা ভারি বৃষ্টি হচ্ছিল। রোববার সকালে অতিরিক্ত বৃষ্টির চাপে কিবরিয়ার ঘরের মাটির দেওয়াল হঠাৎ করে ধসে পড়ে এবং তিনি ঘুমন্ত অবস্থায় এর নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এসআই আরও জানান,

“ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, কিবরিয়া একজন সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। তিনি কারো সঙ্গে ঝামেলায় জড়াতেন না। তার এমন মৃত্যুতে এলাকাবাসী গভীরভাবে শোকাহত।

উপরে