প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৫ ০০:২০

বগুড়ার ধুনট যাচ্ছিল ১৯ হাজার পচা ডিম, শেরপুরে জব্দ করে করতোয়া নদীতে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ধুনট যাচ্ছিল ১৯ হাজার পচা ডিম, শেরপুরে জব্দ করে করতোয়া নদীতে ধ্বংস
লেগুনা হতে জব্দকৃত পচা ডিম। ছবি- আজকের পত্রিকা হতে সংগৃহীত।

বগুড়ার শেরপুর উপজেলায় একটি লেগুনা গাড়ি থেকে ১৯ হাজার পচা ডিম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বসানো ভ্রাম্যমাণ আদালতে এসব ডিম জব্দ করা হয় এবং পরে করতোয়া নদীতে ফেলে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিফ খান। এসময় পচা ডিম পরিবহনের দায়ে লেগুনা চালক রনি শেখকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পচা ডিমভর্তি একটি লেগুনা পাবনা সদর উপজেলা থেকে বগুড়ার ধুনট উপজেলায় যাচ্ছিল। রোববার দিবাগত ভোররাতে লেগুনাচালক রনি শেখ বিশ্রামের জন্য শেরপুর উপজেলার ধুনট মোড়ে গাড়িটি থামান। এ সময় ডিম থেকে দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয়রা সন্দেহ করে গাড়িটি আটকে রাখেন এবং থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে লেগুনা গাড়িটি জব্দ করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদে চালক রনি শেখ (৩৩), সিরাজগঞ্জ জেলার বাঁকাই শিয়ালগাড়ী গ্রামের বাসিন্দা, স্বীকার করেন যে ডিমগুলো পচা এবং সেগুলো ধুনট উপজেলায় বিক্রির উদ্দেশ্যে তিনি নিয়ে যাচ্ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫২ ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, রনি শেখ দীর্ঘদিন ধরেই পাবনা থেকে নিম্নমানের ডিম সংগ্রহ করে শেরপুর ও ধুনটে বিক্রি করে আসছিলেন। স্থানীয়দের সহযোগিতায় এবার তার অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

স্থানীয়রা জানান, খাদ্যপণ্যে ভেজাল রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত হলে সাধারণ মানুষ উপকৃত হবে।

উপরে