প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫ ২১:১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দৈনিক চাঁদনী বাজারের সাংবাদিক ইউসুফ আলী আহত

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দৈনিক চাঁদনী বাজারের সাংবাদিক ইউসুফ আলী আহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দৈনিক চাঁদনী বাজার পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার ইউসুফ আলী আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের থ্রি-মাথা এলাকার আদর্শ কলেজ গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত ইউসুফ আলী জানান, রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বন্ধু রাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে থ্রি-মাথা থেকে ফোর-মাথা দিকে যাচ্ছিলেন। পথে আদর্শ কলেজ গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তার বাম হাতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের লুকিং গ্লাসের কাঁচ হাতে ঢুকে যায়।

তিনি আরও বলেন, “মোটরসাইকেল চালক নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে। পরে স্থানীয় একটি হাসপাতালে ব্যান্ডেজ করানো হয়।”

উপরে