প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫ ০০:৫৪
এখনো শঙ্কামুক্ত নন হিরো আলম
নিজস্ব প্রতিবেদক

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, জনপ্রিয় ‘হিরো আলম’, হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন।
হিরো আলম জানান, চিকিৎসকরা জানিয়েছেন বিপদ এখনো কাটেনি এবং তিনি সার্বক্ষণিক চিকিৎসা তত্ত্বাবধানে আছেন। অতিরিক্ত মানসিক চাপের কারণেই হার্টের সমস্যা দেখা দিয়েছে বলে জানান তিনি।
বুধবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানে গণমাধ্যমকর্মীদের ভিড়ের কারণে দুই ঘণ্টা পর তাকে অন্যত্র নেওয়া হয়। পরে তাকে টিএমএসএস মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।
এর আগে স্ত্রী রিয়া মনির তালাকের নোটিশ পাওয়ার পর হিরো আলম আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন, তবে পরিবার ও সন্তানের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। রিয়া মনির অভিযোগ, হিরো আলম একাধিক নারীর সঙ্গে যোগাযোগ রাখেন—যা তিনি অস্বীকার করেছেন।