বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেফতার

বগুড়া গাবতলীতে প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সুজন মিয়া (২৭) নামে এক এনজিও কর্মীকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
মামলার বাদী, বগুড়া সদর থানার ক্ষিদ্রধামা পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের স্ত্রী রুমি আকতার তার পরিবারের প্রয়োজনে এনজিও থেকে টাকা লোন নেন। কিস্তির টাকা নেওয়ার জন্য এনজিও কর্মী সুজন মিয়া তার শশুর বাড়ীতে যেতেন। এরপর গত ২০২৪ সালের ২ জুন থেকে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। পরিচয়ের পর মোবাইল ফোনে তারা রাতের সময় নানা কথোপকথন করত।
প্রাথমিকভাবে ঐ নারী সুজনের অনৈতিক প্রস্তাবে রাজি না হলেও, বিয়ের প্রলোভনে রাজি হয়ে যায়। মামলায় উল্লেখ করা হয়েছে, সুজন ঐ নারী নিটক থেকে কৌশলে ৫–৬ হাজার টাকা নিয়েছেন। তিনি একাধিকবার ভুক্তভোগী নারীকে বিভিন্ন স্থানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছেন।
পরবর্তীতে গত ৮ আগস্ট দুপুর ১২টা থেকে ২টার মধ্যে গাবতলী থানাধীন ভাঙ্গনপাড়া প্রশিকার মোড় সুজনের ভাড়া বাসায় ভুক্তভোগী নারীকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি সেরাজুল হক জানিয়েছেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।