প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫ ০৩:১০

‎কাহালুতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন ও সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
‎কাহালুতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন ও সহায়তা প্রদান

‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা কাহালু উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল কাহালু পৌরসভা ও ডিজিটাল সেন্টার, নারহট্ট ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস এবং একটি স্কুল।


‎এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্কুল-কলেজের ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সহায়তার লক্ষ্যে ঢেউটিন, নগদ চেক এবং শুকনা খাবার বিতরণ করা হয়।

‎পরিদর্শন কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার, কাহালু; সহকারী কমিশনার (ভূমি), কাহালু এবং উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা।

উপরে