প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫ ০৩:২৬

বগুড়ায় মাদক কারবারিদের হামলায় ডিবি পুলিশের একাধিক সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় মাদক কারবারিদের হামলায় ডিবি পুলিশের একাধিক সদস্য আহত

বগুড়া শহরের হাড্ডি পট্টি এলাকায় মাদক কারবারিরা ডিবি পুলিশের ওপর হামলা চালিয়েছে। হামলায় একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনা ঘটে ১৪ আগস্ট, বৃহস্পতিবার রাত ১০টার দিকে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সূত্রে তথ্য পেয়ে ডিবি পুলিশের এএসআই হাসানের নেতৃত্বে একটি দল হাড্ডি পট্টিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রনি নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।

আটক মাদক কারবারিকে সঙ্গে নিয়ে ডিবি পুলিশ দল পাশের রেললাইন পার হয়ে সেউজগাড়ি আমতলা মোড় থেকে কার্যালয়ের দিকে যাচ্ছিল। এ সময় মাদক কারবারিরা একত্র হয়ে লাঠি, সোটা ও ঢিল নিয়ে ডিবি পুলিশের ওপর হামলা চালায় এবং আটক রনিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ডিবি দলের সঙ্গে কারবারিদের ধস্তাধস্তি হয়।

পুলিশ জানায়, আহত সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তারা দ্রুত আইনের আওতায় আনা হবে।

ডিবি কর্মকর্তারা সতর্ক করেছেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপরে