প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫ ০৩:৪৯

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুর মৃত্যু

বগুড়া সদর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের মাটিডালী বিমান মোড় ও টিএমএসএস মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা দুটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান।

নিহতরা হলেন—গোপালবাড়ী এলাকার প্রয়াত সিদ্দিক সরদারের স্ত্রী রেহেনা বেগম (৪৫) এবং মোকামতলা বন্দরের দিদারুল ইসলাম জিহাদের এক বছরের শিশু কন্যা জোবাইদা।

ওসি জানান, সকাল সোয়া ৮টার দিকে মাটিডালী মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল রেহেনাকে ধাক্কা দেয়। এতে রেহেনা ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক নাঈম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে।

অন্যদিকে একই সকালে ঢাকা থেকে পরিবারের সঙ্গে প্রাইভেটকারে বগুড়ায় ফিরছিলেন জিহাদ। পথে টিএমএসএস মেডিকেল কলেজের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যায় তার শিশু কন্যা জোবাইদা। গাড়িতে থাকা অন্য সদস্যরা গুরুতর আহত হন। তাদের শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুটি দুর্ঘটনার পর গাড়িগুলো জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশের ওসি হাফিজুর রহমান।

উপরে