২৪ বছর পূর্ণ করলো দৈনিক উত্তর কোণ, প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা

“আপনাদের স্বপ্ন, আপনাদের কথা, আমাদের প্রতিদিনের প্রচেষ্টা” শ্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতার আলোর দিশারী হিসেবে ১৬ আগস্ট ২০০২ সালে যাত্রা শুরু করে দৈনিক উত্তর কোণ। নানা চড়াই উৎরাই এবং বাধা-বিপত্তির মধ্যেও পত্রিকাটি ধীরপায়ে এগিয়ে চলে, ১৬ আগস্ট ২০২৫ সালে ২৩ বছর অতিক্রম করে চব্বিশ বছরে পদার্পণ করেছে।
২৪তম জন্মদিন উপলক্ষ্যে শনিবার বিকালে বগুড়া প্রেসক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এবং সভার শেষে কেক কাটা হয়। আলোচনা সভার স্বাগত বক্তব্য রাখেন দৈনিক উত্তর কোণের সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়।
সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড. মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম ও জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক এ কে এম খায়রুল বাশার, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ ও শফি মাহমুদ বিদুৎ।
দৈনিক উত্তর কোণের বার্তা সম্পাদক সাইফুল ইসলাম অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউর ইসলাম সাদী, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাবেক সাধারণ সম্পাদক মমুনির রশিদ সাইন, বগুড়া সেন্ট্রাল মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, নির্বাহী সদস্য মহসিন আলী রাজু, শামীম আহম্মেদ, মুক্তার শেখ, গুলজার হোসেন মিঠু, দৈনিক উত্তর কোণের স্টাফ রিপোর্টার রেজাউল করিম রেজা, আসাদুল হক কাজল, শামীম আলম, আজাহার আলী, আল আমিন মন্ডল, মাশারুল ইসলাম পিয়াল, ফিরোজ পশারী রানা, শফিকুল ইসলাম, এবং প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জামিউর আলম হিমু, রফিকুল ইসলাম, লতিফুর রহমান প্রমুখ।
আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে বক্তারা পত্রিকার দীর্ঘদিনের অবদান এবং সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।