প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ ০১:১৬

দুপচাঁচিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু

উপজেলা সংবাদদাতা, দুপচাঁচিয়া, বগুড়া
দুপচাঁচিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের হাটসাজাপুর উত্তরপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিন প্রামানিকের ছেলে।

ঘটনাটি ঘটেছে গত ২০ আগস্ট (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের তিষিগাড়ী এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল ইসলাম হাটসাজাপুর থেকে অটোভ্যান নিয়ে দুপচাঁচিয়ার দিকে আসছিলেন। পথে নওগাঁ থেকে বগুড়াগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ-১৪-০৭৫৬) পেছন থেকে ধাক্কা দিলে তিনি অটোভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপরে