প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ ২২:২৭

নাতিকে বেঁধে, দাদীকে হ ত্যা: গাবতলীতে রহস্যজনক খুন

উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়া
নাতিকে বেঁধে, দাদীকে হ ত্যা: গাবতলীতে রহস্যজনক খুন

বগুড়ার গাবতলীতে রাতের আঁধারে রশি দিয়ে হাত-পা বেঁধে রেজিয়া বেওয়া (৭০) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরপর তারা ঘরের বাক্স ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের নিজ দূর্গাহাটা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিধবা রেজিয়া বেওয়া দীর্ঘদিন ধরে তার ১০ বছরের নাতিকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। ঘটনার রাতে ৫-৬ জন দুর্বৃত্ত তাদের ঘরে ঢুকে দাদী-নাতিকে রশি দিয়ে বেঁধে ফেলে। এ সময় তারা আসবাবপত্র তছনছ করে বাক্স ভেঙে মূল্যবান জিনিসপত্র খুঁজতে থাকে। পরে নাতি কোনভাবে কৌশলে দড়ি খুলে বাইরে এসে প্রতিবেশীদের খবর দিলে স্থানীয়রা ছুটে আসেন। তবে এর আগেই দুর্বৃত্তরা রেজিয়া বেওয়াকে শ্বাসরোধে হত্যা করে ফেলে যায়।

গ্রামবাসীর অভিযোগ, দুর্বৃত্তরা নগদ অর্থ ও গহনা লুট করে পালিয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা কেউ সঠিকভাবে বলতে পারেননি।

এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের হাত-পা বা শরীরের কোথাও দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে।” তিনি আরও জানান, এখন পর্যন্ত থানায় এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি।

পুলিশ জানায়, থানার এসআই মজিবুর রহমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় পাঠিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

উপরে