প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫ ০০:২২

পুণ্ড্র ইউনিভার্সিটিতে সামার-২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তিঃ
পুণ্ড্র ইউনিভার্সিটিতে সামার-২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

 পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সামার-২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ২৩ আগস্ট ২০২৫, শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কুদরত-ই-জাহান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম

উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:

ভাইস-চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ রোটাঃ ডাঃ মতিউর রহমান

বোর্ড সদস্য আয়শা বেগম, ইঞ্জি. হারুন-অর রশিদ, মনিরুল মাহতাব তমাল তরু

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর

ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল

মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান

রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ

অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন পিইউবি’র ইমেরিটাস প্রফেসর ও বোর্ড উপদেষ্টা ড. এম. আফজাল হোসেন

নতুন ভর্তি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন:

মোঃ আল ইমন, ইসলামিক স্টাডিজ বিভাগ

মোঃ আরিফুল রহমান, সিএসই বিভাগ

আসতিক আহমেদ অন্তিক, ব্যবসায় প্রশাসন বিভাগ

সানজিদা সোহা, আইন বিভাগ

অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের মানবতাবাদী, বিজ্ঞানমনস্ক ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাগিদ দেন এবং দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত থাকার পরামর্শ দেন। নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করা হয়।

উপরে