প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৫

শিবগঞ্জে পুরাতন কাপড়ে লুকানো ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
শিবগঞ্জে পুরাতন কাপড়ে লুকানো ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে চার কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে রাজশাহীগামী রিফাত পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির সর্বপেছনের আসনে বসা এক যাত্রীর প্লাস্টিকের বস্তা পরীক্ষা করে পুরাতন কাপড়ে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম সাগর ইসলাম বসুনিয়া (২০)। তিনি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পূর্ব বেজগ্রাম গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

এ ঘটনায় ডিএনসি, বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উপরে