প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৩৩

কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় গাড়িচাপায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনাসদস্যের নাম রিফাত খন্দকার (২২)। তিনি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে এবং সাভার ক্যান্টনমেন্টে সিপাহি পদে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার পরিদর্শক আজিজুল ইসলাম।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তিন দিনের ছুটি নিয়ে রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রিফাত। পথে ছোনকা এলাকার একটি হাইওয়ে রেস্তোরাঁর পাশে নামেন তিনি। সেখান থেকে ঢাকা থেকে বগুড়াগামী লেন পার হয়ে বিপরীত লেনে ওঠার চেষ্টা করলে দ্রুতগামী একটি গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনার সময় অজ্ঞাত গাড়িটি নিহত সেনাসদস্যের শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে শেরপুর হাইওয়ে পুলিশ। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

উপরে