প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৩৮

বগুড়া আদালতের হাজতখানা থেকে আসামি পালানো: ছয় পুলিশ সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
বগুড়া আদালতের হাজতখানা থেকে আসামি পালানো: ছয় পুলিশ সদস্য প্রত্যাহার

বগুড়া জেলা জজ আদালতের হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম পালিয়ে যাওয়ার ঘটনায় ছয় পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে প্রত্যাহারকৃতদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন—হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক এবং কনস্টেবল দেলোয়ার হোসেন, দুলাল মিয়া ও জাকির হাসান।

ঘটনার দিন হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। এসময় ভিড়ের মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান রফিকুল ইসলাম। তিনি আদমদীঘি উপজেলার বশিকোড়া গ্রামের বাসিন্দা এবং দুপচাঁচিয়া উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক আফতাব উদ্দিন ও তাঁর পুত্রবধূ রিভা আক্তার হত্যা মামলার প্রধান আসামি। এছাড়া তিনি একটি ডাকাত দলের সক্রিয় সদস্য।

গত ১৪ জুলাই কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে রফিকুলকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তখন তার কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, লুট, চুরি ও দস্যুতাসহ চারটি মামলা রয়েছে।

ঘটনার পর আদালতের এসআই রবিউল ইসলাম বাদী হয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেছেন। পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক।

উপরে