প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০০:১৮

বগুড়ায় জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম পুনরায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম পুনরায় গ্রেপ্তার

বগুড়া: জেলার জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আদমদিঘী উপজেলার বাগিচাপাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও দুপচাঁচিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রফিকুলের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়ার ঘটনায় সদর থানায় তার বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, হাজতখানায় দায়িত্বে থাকা ছয় পুলিশ সদস্যকে ওই ঘটনায় প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহারকৃতরা হলেন – এটিএসআই গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক, কনস্টেবল দেলোয়ার হোসেন, দুলাল মিয়াজাকির হাসান

উল্লেখ্য, গত ৯ জুলাই দুপচাঁচিয়ার জিয়ানগরের লক্ষীমন্ডপ এলাকায় রফিকুল ইসলাম ডাকাতির সময় শ্বশুর ও পুত্রবধূকে শ্বাসরোধ করে হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিল।

উপরে