বগুড়ায় সম্পত্তি দখল ও ভাংচুরের অভিযোগে সাংবাদিক সম্মেলন
বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুরুইল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো. আকবর হাজী সম্পত্তি দখল ও ভাংচুরের অভিযোগ এনে এক সাংবাদিক সম্মেলন করেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বগুড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি জানান, স্থানীয় মোছা. সালমা খাতুন ও তার স্বামী মো. মুরাদুজ্জামান মুরাদসহ কয়েকজন তার ছেলে আজমল হোসেনের ক্রয়কৃত সম্পত্তিতে অবৈধ প্রবেশ করে তার স্থাপিত সিমেন্টের খুঁটি ভেঙে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করেছেন। এ বিষয়ে তিনি গত ৬ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
লিখিত বক্তব্যে আকবর হাজী আরও উল্লেখ করেন, তার ছেলে আজমল হোসেন ২০০০ সালে একই এলাকার মোসলেম উদ্দিন, মাহবুব উদ্দিন ও জালাল উদ্দিন ওরফে রঞ্জু মিয়ার নিকট থেকে ১৪.৬৬ শতক জমি ক্রয় করেন। এ নিয়ে মামলার দীর্ঘ বিচার শেষে আদালত তাদের পক্ষে রায় দিলেও বর্তমানে আপিল মামলা বিচারাধীন রয়েছে।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি স্থানীয় একটি সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনের নিকট আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
