প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫ ২৩:৫৬

গোবিন্দগঞ্জে পুকুর গর্ভে রাস্তা, জনচলাচলে বিঘ্ন — হাটে ড্রেনেজ না থাকায় চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক
গোবিন্দগঞ্জে পুকুর গর্ভে রাস্তা, জনচলাচলে বিঘ্ন — হাটে ড্রেনেজ না থাকায় চরম দুর্ভোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বালুয়াহাট টু বিশুবাড়ী এবং বালুয়াহাট টু ছোট দুর্গাপুর সড়কের বিভিন্ন স্থানে রাস্তা ধসে গিয়ে জনদুর্ভোগ চরমে উঠেছে। এতে রিকশা, ভ্যান, অটোসহ বিভিন্ন যানবাহন ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, যা এখন এলাকাবাসীর কাছে “মরণফাঁদ” হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, দরবস্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান দুলুর নেতৃত্বে শতাধিক গ্রামবাসী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, রাস্তা দুটি ইউনিয়নের সাতটি গ্রামের প্রায় ছয় থেকে সাত হাজার মানুষের দৈনন্দিন চলাচলের একমাত্র ভরসা। এ রাস্তাগুলো দিয়ে প্রতিদিন শত শত রিকশা, ভ্যান, অটো এবং স্থানীয় ব্যবসায়ীরা যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে রাস্তা ভেঙে পড়লেও এখনো কোনো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি।

মোস্তাফিজুর রহমান দুলু বলেন, “বালুয়াহাটে প্রায় তিন বছর ধরে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। সামান্য বৃষ্টিতেই হাটের মধ্যে হাঁটু সমান পানি জমে যায়। তালতলা থেকে ওভারব্রিজের দক্ষিণ পাশ পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় হাটের ভেতরে বৃষ্টির পানি ঢুকে পড়ে। ফলে ব্যবসায়ী ও ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।”

এলাকাবাসী আরও জানান, বিশুবাড়ী রাস্তা থেকে হাটের ভেতর দিয়ে একটি পুরনো ড্রেন থাকলেও তা এখন পানি নিষ্কাশনের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া হাটের ভেতরে পাবলিক টয়লেট থাকলেও তা দীর্ঘদিন ধরে বেদখলে রয়েছে।

বিষয়গুলো নিয়ে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

তারা অবিলম্বে রাস্তা দুটি মেরামত, হাটে ড্রেনেজ সংস্কার ও নতুন গণশৌচাগার নির্মাণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

উপরে