প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫ ০১:১০

বগুড়ায় মাদ্রাসা শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় মাদ্রাসা শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
বগুড়ার মানচিত্র।
বগুড়ায় মাদ্রাসা শিক্ষক কর্তৃক এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা মো. বাবু মিয়া শনিবার (১৮ অক্টোবর) বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযুক্ত শিক্ষক মো. মনির হোসেন, শিবগঞ্জ উপজেলার গাংনগড় এলাকার মোস্তাফিজার রহমান ও মনজু আরা বেগমের ছেলে। তিনি বগুড়ার নামাজগড় এলাকার মদিনাতুল মারকাজুল উলুম নূরানী কওমী হাফিজিয়া মাদ্রাসার সহকারী হেফজ শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মাদ্রাসা পরিচালক মো. ফরিদ হোসেন জানান, “প্রায় এক মাস আগে মনির হোসেন মাদ্রাসাটিতে যোগদান করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর আমরা জানতে পারি, এর আগেও তিনি পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়ার বোয়ালিয়া হাফেজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে একই ধরনের ঘটনার অভিযোগে চাকরি হারিয়েছেন।”
ঘটনার পরপরই স্থানীয়দের অভিযোগ ও ভুক্তভোগীর পরিবারের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্ত শিক্ষক মনির হোসেনকে আটক করেছি। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উপরে