বগুড়ার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বগুড়ার সাতটি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৩৯ নেতা কয়েক মাস ধরে মাঠে সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে ২৪ জন নেতার সঙ্গে গত ১১ অক্টোবর ভার্চুয়ালি কথা বলেন তারেক রহমান। পরে ১৪ অক্টোবর রাতে আরও পাঁচটি আসনের পাঁচ মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে তিনি টেলিফোনে যোগাযোগ করেন এবং নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
ফোনে কথা বলা ওই পাঁচ নেতা হলেন—
বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম,
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম,
বগুড়া-৩ (আদমদীঘি–দুপচাচিয়া) আসনে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোহিত তালুকদার,
বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন,
এবং বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
বৈঠকে তারেক রহমান তাঁদের নির্বাচনী মাঠপর্যায়ের কার্যক্রম ও গণসংযোগ জোরদারের নির্দেশ দেন।
আব্দুল মোহিত তালুকদার বলেন, “১৪ অক্টোবর রাত ১১টার দিকে তারেক রহমান ফোন করে নির্বাচন সংক্রান্ত খোঁজ নেন। তিনি মাঠে জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন।”
একইভাবে কাজী রফিকুল ইসলাম বলেন, “রাত পৌনে ১১টার দিকে তারেক রহমান ফোন করে আমাদের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চান এবং বিশাল বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেন।”
ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুর রহমান মামুন বলেন, “আমাদের নেতা তারেক রহমান ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। আমরা মাঠে সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি।”
দলীয় সূত্রে আরও জানা গেছে, বগুড়ার অন্যান্য আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গেও তারেক রহমান ধাপে ধাপে যোগাযোগ করবেন এবং নির্বাচনী কৌশল নিয়ে নির্দেশনা দেবেন।