প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৫ ২৩:৩০

ইজিবাইক চালকের গলা কেটে হত্যা, মুঠোফোনের সূত্র ধরে গ্রেপ্তার দুই আসামি

নিজস্ব প্রতিবেদক
ইজিবাইক চালকের গলা কেটে হত্যা, মুঠোফোনের সূত্র ধরে গ্রেপ্তার দুই আসামি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন (৫২) কে গলা কেটে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।

পুলিশের দাবি, ইজিবাইকচালকের ছিনতাই হওয়া মুঠোফোনের সূত্র ধরে হত্যা মামলায় ধুনট উপজেলার জয়শিং পশ্চিমপাড়ার সজীব ওরফে ছোট সজীব (১৯) ও **সজীব ওরফে বড় সজীব (২১)**কে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বার্মিজ চাকু এবং ছিনতাই হওয়া ইজিবাইকও উদ্ধার করা হয়েছে।

বৃস্পতিবার (৪ নভেম্বর) রাতের ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মোফাজ্জল হোসেন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। কলোনী এলাকায় চুন্নুর চাপের দোকান থেকে দুজন যাত্রী তার ইজিবাইকে উঠেন। প্রথমে মালতিনগর এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পর্যন্ত যাত্রা শেষে বনানীতে যাওয়ার কথা বলে তাঁকে সুলতানগঞ্জ হাইস্কুল সংলগ্ন রাস্তায় নিয়ে গিয়ে পেছন থেকে গলায় রশি পেঁচিয়ে ধরে হত্যা করা হয়। হত্যাকারীরা ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যান।

পরবর্তী দিন মোফাজ্জলের গলাকাটা লাশ উদ্ধার করা হয় রেশমবাগান থেকে। স্ত্রী মাবিয়া সুলতানা (৩৬) শাজাহানপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোন ক্রেতা সোহেল রানা কে আটক করে এবং তাঁর তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আগামীকাল জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড আবেদন করা হবে।

উপরে