বগুড়ার সারিয়াকান্দিতে ‘লকডাউন ব্যানার’সহ তিন ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ‘১৩ তারিখ লকডাউন’, ‘ইউনূস হটাও, দেশ বাঁচাও’, এবং ‘মশাল মিছিল সার্থক হোক’ লেখা ব্যানারসহ তিন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সেনা ক্যাম্পের সদস্যরা উপজেলার কালিতলা নৌঘাট এলাকা থেকে তাদের আটক করে। পরে বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন— সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের আওলাকান্দি গ্রামের আনারুল ইসলামের ছেলে ও বোহাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্পদ মিয়া (২১), ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের ওয়েদ আলীর ছেলে ছাত্রলীগ কর্মী সোহাগ মিয়া (১৮), এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে হৃদয় হাসান (১৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সেনা সদস্যরা তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তল্লাশিতে তাদের ব্যাগ থেকে ‘লকডাউন’ ও ‘ইউনূস হটাও’ লেখা ব্যানার উদ্ধার করা হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিলুর রহমান জানান, “গ্রেফতার তিনজন আগের নাশকতার মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
