বগুড়ায় ৫ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার -১৫ নভেম্বর- দুপুরে শিবগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর -ডিএনসি- ‘খ’ সার্কেলের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
ছলিমুদ্দিন -৫৫-, পিতা মৃত ওসমান, দহপাড়া, মহাস্থান
ইমদাদুল হক -৩৬-, পিতা লালু মিয়া, দক্ষিণপাড়া, মহাস্থান
লাল মিয়া -৪০-, পিতা মুগলু ফকির, দক্ষিণপাড়া
ছেলিম -৪০-, পিতা শাহিনুর, শালবাগান
মিনারুল ইসলাম -৩৫-, পিতা মৃত বাবলু ফকির, কসাইপাড়া
মাঠেই আলামত ধ্বংস
ডিএনসি সূত্র জানায়, অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান ঘটনাস্থলেই উদ্ধারকৃত গাঁজার আলামত ধ্বংস করেন।
দণ্ডের বিবরণ
ভ্রাম্যমাণ আদালত নিম্নরূপ সাজা প্রদান করে—
ছলিমুদ্দিন: ১ মাস কারাদণ্ড, ৩০০ টাকা জরিমানা
ইমদাদুল হক: ২০ দিনের কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা
লাল মিয়া: ১৫ দিনের কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা
ছেলিম: ২০ দিনের কারাদণ্ড, ৩০০ টাকা জরিমানা
মিনারুল ইসলাম: ২৫ দিনের কারাদণ্ড, ৩০০ টাকা জরিমানা
অভিযান চলবে: ডিএনসি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,
“মাদক ব্যবসা ও সেবন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”
স্থানীয়দের সচেতনতার আহ্বান
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন,
“মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে সচেতন থাকতে হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
