প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫ ২২:২৩

বগুড়ার গাবতলীতে কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আল-মামুন, বগুড়াঃ
বগুড়ার গাবতলীতে কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

‎বগুড়ার গাবতলী উপজেলায় কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও অবসর উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবপদোন্নত কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং অবসরপ্রাপ্তদের সংবর্ধিত করা হয়।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফারুক, আবদুল্লাহ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মাহবুবর রহমান, মোছাঃ জান্নাতুল মহল তুলি, মোঃ জুলফিকার আলি হায়দার (এসপিও), মোঃ আরিফুর রহমান, মোঃ শাহরিয়ার আহম্মেদ এবং অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তারা।এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রেজা আহম্মেদ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

‎বিদায়ী বক্তব্য দেন কৃষিবীদ মোঃ মেহেদী হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোবারক আলি, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামরুল জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজার রহমান সহ প্রমুখ।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহারিয়ার আহমেদ। সঞ্চালনা করেন এসপিও মোঃ জুলফিকার আলি হায়দার।

‎বক্তারা বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের কর্মজীবনের সাফল্যের জন্য শুভকামনা জানান এবং পদোন্নতপ্রাপ্তদের দায়িত্ব পালন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

উপরে