ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা: বগুড়ায় সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
বগুড়ায় ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মেহেদী হাসান তা নামঞ্জুর করেন।
আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম জানান, জামিন নাকচের পর আদালতের নির্দেশে মিলনকে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় পলাতক তাঁর স্ত্রী শাহজাদী আলম লিপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
ফ্ল্যাট বুঝে না পেয়ে মামলা
বগুড়া শহরের নিশিন্দারা শাহপাড়ার বাসিন্দা জাহিদুর রহমান তোফা প্রতারণার অভিযোগে মামলাটি করেন। অভিযোগে তিনি জানান, হাউজিং ব্যবসার সঙ্গে যুক্ত মিলন ও তাঁর স্ত্রী প্রতারণার মাধ্যমে ফ্ল্যাট বিক্রির প্রতিশ্রুতি দিলেও পরে তা বুঝিয়ে দেননি।
বিতর্কিত কর্মকাণ্ডে চাকরি হারান মিলন
২০২৩ সালে অসুস্থতার কথা বলে ছুটিতে থাকা অবস্থায় মিলন বগুড়া–১ আসনে তাঁর স্ত্রীর নির্বাচনী প্রচারে অংশ নেন। বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরের তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রথমে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের সেপ্টেম্বরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
কারাগারে প্রেরণ
আদালতের আদেশ অনুযায়ী সোমবারই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিদর্শক শহিদুল ইসলাম।
