প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫ ২২:৫১

বগুড়া-০৬ ধানের শীষে ভোট চেয়ে জেলা ছাত্রদলের ব্যাপক গণসংযোগ

আল-মামুন, বগুড়াঃ
বগুড়া-০৬ ধানের শীষে ভোট চেয়ে জেলা ছাত্রদলের ব্যাপক গণসংযোগ
গুড়ার কালিতলা হাট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ, মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বগুড়া জেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। কর্মসূচি শুরু হয় সোমবার দুপুর ২টায়।
 
কর্মসূচির নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
 
সংক্ষিপ্ত পথসভায় জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও দমন–পীড়নে দেশের মানুষ আজ অতিষ্ঠ। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতীক ধানের শীষের বিকল্প নেই। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। তাই আমরা বগুড়া-০৬ আসনের জনগণের কাছে ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানাচ্ছি।
 
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, ছাত্রসমাজ আজ দেশের সঙ্কটময় সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রভাগে আছে। তারেক রহমানই বাংলাদেশকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার যোগ্য ব্যক্তি। ছাত্রদল মাঠে আছে, আন্দোলনে আছে, নির্বাচনী মাঠেও থাকবে। আমরা বগুড়াবাসীর দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছি—ধানের শীষে ভোট দিন, আপনার অধিকার ফিরে পান।
 
গণসংযোগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, মাসুদ রানা, রকি আহম্মদ, সোয়েব ইসলাম অভি, মশিউর রহমান, মাহমুদুল হাসান, রিয়েল সরকার, শামিম হাসান, আরিফুল, হাবিব, সুজন, রুহুল আমিন ও আসাদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
 
এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল হক রুকু, রাকিবুল হাসান হৃদয়, মিরাজ হোসেন নুর, আহনাফ হৃদয়, আলী হাসান, প্রান্ত, ইমরান, আতিক, দ্বীপ, মাহি উদ্দিন, মহর ও মুহিব হাসানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
 
সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক উৎসব ও মাশরিফ, সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ও রাজ হোসেন, প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদ, সহ-প্রচার সম্পাদক দুদাইব হাসান রিমন, দপ্তর সম্পাদক সোহান ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক নুরে তালহা, সাংস্কৃতিক সম্পাদক ওহাব রিয়াজ ও সহ-সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া রশিদও গণসংযোগে অংশগ্রহণ করেন।
 
গণসংযোগে শহর ছাত্রদলের সভাপতি রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সিনিয়র সহ-সভাপতি রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রণি, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, যুগ্ম আহ্বায়ক বিপ্লবসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
 
উপরে