প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫ ২২:৫২
বগুড়ায় ‘নো প্রোমোশন নো ওয়ার্ক’ কর্মসূচিতে কলেজগুলোর শিক্ষা কার্যক্রমে স্থবিরতা
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পরিষদের ডাকা ‘নো প্রোমোশন নো ওয়ার্ক’ কর্মসূচি শুরু হওয়ায় আজিজুল হক কলেজ ও শাহ সুলতান কলেজে নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পদোন্নতির সরকারি আদেশ (জিও) দ্রুত প্রকাশের দাবিতে রোববার সকাল থেকেই দুই কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।
শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পদোন্নতি প্রক্রিয়া আটকে থাকায় তাঁরা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে এবং প্রয়োজন হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তাঁরা সতর্ক করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি আজিজুল হক কলেজে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য যোগ্য শিক্ষক রয়েছেন ৪৮ জন। অন্যদিকে শাহ সুলতান কলেজে এই সংখ্যা ২৫ জন। দীর্ঘদিন ধরে পদোন্নতি আটকে থাকায় শিক্ষক মহলে ক্ষোভ বাড়ছে।
শিক্ষকরা জানান, পদোন্নতির জিও প্রকাশে অযথা সময়ক্ষেপণের কারণে কলেজগুলোর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হারুন অর রশীদ, প্রভাষক ওয়ালীউল্লাহ, ইংরেজি বিভাগের প্রভাষক গোলাম রব্বানী এবং অর্থনীতি বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস। তাঁরা দ্রুত পদোন্নতির জিও প্রকাশের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
