প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫ ২২:৫৮

‎বগুড়া সদর আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
‎বগুড়া সদর আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ

‎বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে পৌর এলাকার সপ্তপদী মার্কেট ও থানা রোডে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন।


‎রবিবার দুপুরে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচিতে তিনি বাড়ি-বাজারে ঘুরে ভোটারদের কাছে বিএনপির পক্ষে সমর্থন চান। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সাথেও কথা বলেন তিনি।

‎কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী, সাবেক ভিপি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথিসহ জেলা ও পৌর বিএনপির আরও নেতৃবৃন্দ। নেতারা বলেন, ধানের শীষে ভোট দিয়ে দেশে জনগণের অধিকার পুনরুদ্ধারের আহ্বান এখন সময়ের দাবি।

উপরে