প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫ ০০:০৭

গাবতলীতে রাস্তার পার্শ্বের সরকারি জমি থেকে গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
গাবতলীতে রাস্তার পার্শ্বের সরকারি জমি থেকে গাছ কাটার অভিযোগ
বগুড়ার গাবতলী পৌরসভার নাড়ুয়ামালা মৌজায় রাস্তার পার্শ্বস্থ সরকারি জমি থেকে একাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে মোঃ মোজাফ্ফর হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি মোঃ জাহাঙ্গীর হায়দার বুলবুল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
 
অভিযোগসূত্রে জানা যায়, নাড়ুয়ামালা মৌজার গাবতলী-নাড়ুয়ামালা রোডের পূর্ব পার্শ্বে ব্রীজ সংলগ্ন এলাকায় বুলবুল তার ব্যক্তিগত সম্পত্তি সংলগ্ন সরকারি খালি জমিতে দীর্ঘদিন আগে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। তিনি কর্মসূত্রে বাইরে থাকাকালে ঐ এলাকার বাসিন্দা মোঃ মোজাফ্ফর হোসেন (৪৬), পিতা—মৃত হামির উদ্দিন প্রাং—এলাকা থেকে একাধিক গাছ কর্তন করে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 
বুলবুল জানান, সম্প্রতি ১৪ অক্টোবর ২০২৫ তারিখে একটি বড় কাঁঠাল গাছ যার অনুমানমূল্য ৫ হাজার টাকা কাটিয়া নেওয়া হয়। এর আগে একই স্থান থেকে একটি ইউক্যালিপটাস গাছ (মূল্য প্রায় ১২ হাজার টাকা) এবং একটি আমগাছ (মূল্য প্রায় ৫ হাজার টাকা) কর্তন করা হয়। মোট তিনটি গাছের বিনা অনুমতিতে কর্তনের অভিযোগ করেছেন তিনি।
 
এ বিষয়ে বিবাদীকে জানালে তিনি নিজেকে সরকারি দপ্তরের কর্মচারী পরিচয় দিয়ে গাছ কাটায় কেউ বাধা দিতে পারবে না বলে দাবি করেন বলে অভিযোগে উল্লেখ আছে।
 
ক্ষতিগ্রস্ত বুলবুল আরও অভিযোগ করেন, সরকারি জমিতে রোপিত গাছ কাটার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
 
গাবতলী উপজেলা প্রশাসন অভিযোগটি গ্রহণ করেছে বলে জানা গেছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উপরে