প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫ ২৩:০৮
সিপিবি বগুড়া নারী সেলের সভা: নারী সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া নারী সেলের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতমাথায় অবস্থিত ছাত্র ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নারী সেলের আহ্বায়ক ফারহানা আক্তার শাপলা।
সভায় আগামী ২৮ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য নারী নেতৃবৃন্দের রাজনৈতিক কনভেনশনকে সফল করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য দেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি মো. আমিনুল ফরিদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, শামিমা মজিদ, বাসন্তী রাণী, আম্বিয়া খাতুন, রেশমা বেগমসহ অন্যরা।
বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মূল জনআকাঙ্ক্ষা ছিল নারীর অধিকার প্রতিষ্ঠা। অন্তর্বর্তী সরকারের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ এবং তা সার্বজনীনভাবে প্রকাশ করার দাবি ছিল জনগণের। কিন্তু সাম্প্রদায়িক ও ডানপন্থী গোষ্ঠীর চাপের মুখে সরকার সেই রিপোর্ট প্রকাশ না করে বাক্সবন্দি করে রেখেছে।
সভায় অবিলম্বে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ এবং নারীর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
