প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫ ২৩:২৭

বগুড়ায় ঋণের বোঝা সহ্য করতে না পেরে প্রাণ দিলেন গৃহবধূ

উপজেলা সংবাদদাতা, দুপচাঁচিয়া, বগুড়াঃ
বগুড়ায় ঋণের বোঝা সহ্য করতে না পেরে প্রাণ দিলেন গৃহবধূ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গ্যাসের ট্যাবলেট (কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছেন নীলিমা গোস্বামী (৩৬) নামের এক গৃহবধূ। তিনি উপজেলার তালোড়া ইউনিয়নের খানপুর গ্রামের প্রবাসী কাজল গোস্বামীর স্ত্রী। গত ২৩ নভেম্বর রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

ঘটনার বিবরণ

নিহতের মেয়ে পল্লবী গোস্বামী জানান, তাঁর বাবা কাজল গোস্বামী প্রায় দুই বছর ধরে দুবাইয়ে অবস্থান করছেন। নীলিমা গোস্বামী তিন সন্তান, স্বামীর বাবা-মা ও অন্যান্য স্বজনদের সঙ্গে একই বাড়িতে থাকতেন।

রোববার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে নীলিমা হঠাৎ মেয়ে পল্লবীকে বলেন যে তিনি গ্যাসের ট্যাবলেট খেয়েছেন এবং তাঁর মাথা ঘুরছে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়

পরিবারের দাবি

পল্লবী আরও জানান,
“আমাদের ধারণা, মা ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।”

পুলিশের বক্তব্য

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন,
নীলিমা গোস্বামী শজিমেকে মারা যাওয়ায় বগুড়া সদর থানার তত্ত্বাবধানে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

উপরে