শাজাহানপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, পাশে দুই শিশুর গলাকাটা লাশ— এলাকায় স্তব্ধতা
বগুড়ার শাজাহানপুরে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ এবং তার দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের একটি বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, সকালে স্বজনরা মা ও দুই শিশুকে ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তারা দেখেন—বাড়ির ভেতর গৃহবধূ সাদিয়া (২৪) ঝুলন্ত অবস্থায় এবং বিছানায় দুই শিশুর—সাইফা (৪ মাস) ও সাইফ (৭ বছর) গলাকাটা মরদেহ পড়ে আছে।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। এরপর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
প্রাথমিকভাবে নিহত পরিবারের সদস্যদের পরিচয় জানা গেছে—বাবার নাম কাজল সেনাকর্মকতা (৩২)। তিনি বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
ওসি বলেন, “গৃহবধূ কি দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন, নাকি এটি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড—তা তদন্তেই নিশ্চিত হওয়া যাবে।”
এদিকে ভয়াবহ এই ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় বেড়েছে এবং পরিবারটি কেন এমন ট্র্যাজেডির শিকার হলো তা নিয়ে তীব্র আলোচনা চলছে।
