প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫ ২২:৪২

বগুড়ায় স্ত্রী ও দুই সন্তান হত্যা : সেনা সদস্য শাহাদাত হোসেন কাজল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় স্ত্রী ও দুই সন্তান হত্যা : সেনা সদস্য শাহাদাত হোসেন কাজল গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিজের বাড়িতে স্ত্রী ও দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে নিহত নারীর মা মোছা. রাবেয়া সুলতানা বাদী হয়ে শাজাহানপুর থানায় কাজলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল ২৫ নভেম্বর

গত ২৫ নভেম্বর সকালে শাজাহানপুরের খলিশাকান্দি দহপাড়ায় শাহাদাত হোসেনের বসতবাড়ির শয়নকক্ষ থেকে তার স্ত্রী এবং দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—

সাদিয়া মোস্তারিম (২২)

মেয়ে সাইফা (৩ বছর)

ছেলে সাইফ (৭ মাস)

ঘটনার দিনই সেনা সদস্য শাহাদাতকে হেফাজতে নেয় পুলিশ। পরে নিহত সাদিয়ার মা থানায় মামলা করলে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের বক্তব্য

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুই সন্তানের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং সাদিয়ার গলায় একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাটি সম্পর্কে সৈনিক কাজলের কর্মস্থল ময়মনসিংহ সেনানিবাস এবং নিকটবর্তী মাঝিড়া সেনানিবাস কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে চালান করা হয়।

উপরে