বগুড়ায় কিশোরকে ডেকে কুপিয়ে জখম, বসতবাড়িতে ভাঙচুর ও নগদ টাকা চুরির অভিযোগ
বগুড়ার বৃন্দাবন দক্ষিণপাড়া এলাকায় কিশোরকে ডেকে নিয়ে মারপিট, রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, বসতবাড়িতে ভাঙচুর এবং নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা মো. লিটন প্রামানিক সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বগুড়া সদর থানায় অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার কিছু যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গত ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিটন প্রামানিকের ১৬ বছর বয়সী ছেলে বাড়ির সামনে এক অজ্ঞাত ব্যক্তিকে দেখে পরিচয় জানতে চাইলে তিনি জানান—তিনি স্থানীয় যুবক রিয়াদের কাছে এসেছেন। পরে রিয়াদ মোবাইল ফোনে কিশোরকে বৃন্দাবন দক্ষিণপাড়ার মাকুর বাড়ির পেছনে যেতে বলে।
কিশোর সেখানে পৌঁছামাত্রই রিয়াদ, আশরাফুল ইসলাম ডিজে, সুজনসহ কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে লোহার রড ও এসএস পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় রিয়াদ হাতে থাকা রামদা দিয়ে মাথায় কোপ মারতে চাইলে কিশোর মাথা সরিয়ে নিলে কোপটি তার বাম চোখের ওপর লাগে এবং গুরুতর রক্তাক্ত জখম হয়।
রক্তাক্ত অবস্থায় কিশোর দৌড়ে বাড়িতে ঢুকে পড়লে অভিযুক্তরা পিছন পিছন গিয়ে লোহার রড ও রামদা দিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে—সেই সময় আশরাফুল ইসলাম ডিজে শয়নকক্ষের তোষকের নিচে রাখা নগদ ৩৭,৩০০ টাকা চুরি করে নিয়ে যায়।
কিশোরের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা হুমকি-ধামকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত কিশোরকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আতঙ্কে রয়েছে ভুক্তভোগীর পরিবার। লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে—ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
