প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৫ ২৩:২৫

বিচ্ছেদের ৩ দিনের মাথায় বগুড়ায় নারীর লাশ উদ্ধার, ঘিরে রহস্য

নিজস্ব প্রতিবেদক
বিচ্ছেদের ৩ দিনের মাথায় বগুড়ায় নারীর লাশ উদ্ধার, ঘিরে রহস্য
ঘটনাস্থল বগুড়া শহরের জামিলনগর হতে তোলা ছবি। - চাঁদনী বাজার

বগুড়ার জামিলনগর এলাকায় ভাড়া বাসা থেকে সাবিকুন নাহার (৪৩) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ

নিহত সাবিকুন নাহার চট্টগ্রাম পোর্ট থানার হোন্দর পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি টেইলার্সের কাজ করতেন। প্রায় নয় মাস আগে স্বামীর সঙ্গে বগুড়ার ওই বাসায় ভাড়া উঠেছিলেন। তবে পরিবার সূত্রে জানা গেছে, ৩–৪ দিন আগে তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাসায় একাই থাকতেন।

বাড়ির মালিক জানান, রাত পর্যন্ত সাবিকুন নাহারের কোনো সাড়া শব্দ না পাওয়া এবং বারবার ডাকলেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়—মেঝেতে মুখে কাপড় বাঁধা অবস্থায় সাবিকুন নাহারের নিথর দেহ পড়ে রয়েছে।

তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের বক্তব্য

পুলিশ জানায়, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু হিসেবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকাবাসীর প্রতিক্রিয়া

ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বিচ্ছেদের পর সাবিকুন নাহার একাকী জীবনযাপন করছিলেন। তার মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।

উপরে