প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৫ ২৩:৩৫

খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বগুড়া কৃষকদলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বগুড়া কৃষকদলের দোয়া মাহফিল
গতকাল শনিবার বিকালে নবাববাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা কমিটির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। - ছবি - চাঁদনী বাজার

বিএনপি চেয়ারপার্সন ও  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে নবাববাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বগুড়া জেলা কমিটির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা কৃষকদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান,  জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ। সংগঠনের সদস্য সচিব এনামুল হক সুমনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক আবুবকর সিদ্দিক,  ইকবাল হোসেন মন্ডল, দপ্তর সম্পাদক সামিউল আলম সামি,  কৃষকনেতা বদিউজ্জামান, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, ফিরোজ সারোয়ার, সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুস সালাম খান রুবেল, আবু সাঈদ, শামীম আহমেদ,  খাদিমুল ইসলাম পিন্টু,  ইসকান্দার মির্জা মিঠু, শাহাদত হোসেন, আব্দুল হান্নান,  তোফায়েল আহমেদ  সাবু, রফিকুল ইসলাম,  মাঞ্জুদুর রহমান মাজেদ,  রেজাউল করিম তালুকদার, আজিজুল ইসলাম, আবু রায়হান শরীফ,  তাহিরুল ইসলাম, রফিকুল ইসলাম, সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, মিলন, ফটু,  সোহাগ হোসেন, রফিকুল ইসলাম-সদর,  রাব্বু, ম  হামিদুল হক নাফরু, শফিকুল ইসলাম শফিক, বেল্লাল শেখ দিপু, রফিকুল ইসলাম রাফি,  খোরশেদ ইমাম  রতন, শাহ আলম মন্ডল,  নাহিদ ইসলাম,   আলমগীর হোসেন, আব্দুস সালাম, আদনান, এ.এম শাকিল রেজা বাবলা, তাজুল ইসলাম, দুলু সহ কৃষকদলের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ্ ইবনে মাসুদ।  

উপরে