মানবাধিকার দিবসে বগুড়ায় র্সাক এর র্যালি ও পথ সভা
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার আয়োজনে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ ইং পালন উপলক্ষে বুধবার সকালে ঐতিহাসিক সাতমাথা থেকে শুরু হয়ে সদর থানা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সাতমাথা মোড়ে ফিরে আসে। র্যালি শেষে সাত মাথার দক্ষিন পাশে একটি পথ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-এর জেলা ও উপজেলা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট নাগরিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন বয়সের স্থানীয় জনগণ, দৈনিক জাতীয় ও স্থানীয় পত্রিকার বিভিন্ন সংবাদকর্মী ও মিডিয়া প্রতিনিধিগণ, মানবাধিকার সংক্রান্ত ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন প্রদর্শন, সাধারণ মানুষের মধ্যে মানবাধিকার সচেতনতা বৃদ্ধির আহ্বান, তরুণদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ। এতে প্রধান অতিথি অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম বলেন, “মানবাধিকার নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।” এসময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ জনাব মোঃ মোতাহার হোসেন, সিনিয়র সহ- সভাপতি মো: আজিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক সুদেব কুমার দাস। সভাটি পরিচালনা করেন সহ-সভাপতি মো: হাসান শফিউল কবির ও সাধারণ সম্পাদক জনাব সুদেব কুমার দাস। সহযোগিতায় ছিলেন যুগ্ম সম্পাদক মো; নূর ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক জনাব মো: আতাউর রহমান।
সংক্ষিপ্ত আলোচনা সভায় মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর অন্যান্য ব্যক্তি তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন।
ক্যাপশনঃ বুধবার সকালে বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার আয়োজনে শহরের সাতমাথায় পথ সভা অনুষ্ঠিত হয়।
