প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫ ০০:৪২

ক্ষেতলালের ইটাখোলা বাজারে গভীর রাতে গোডাউনের তালা ভেঙে ৬৫ বস্তা চাল চুরি

উপজেলা সংবাদদাতা, ক্ষেতলাল, জয়পুরহাটঃ
ক্ষেতলালের ইটাখোলা বাজারে গভীর রাতে গোডাউনের তালা ভেঙে ৬৫ বস্তা চাল চুরি
ছবি- সংবাদদাতা

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ইটাখোলা বাজারে বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী গোলাম মোস্তফার দোকানের গোডাউন থেকে ৬৫ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে।

ঘটনার বিবরণ

গত ১৫ ডিসেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে দুর্বৃত্তরা নৈশপ্রহরীর চোখ ফাঁকি দিয়ে গোডাউনের শাটারের চাবি কেটে পিকআপভ্যানে করে চালগুলো নিয়ে যায়। চুরি হওয়া চালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা

প্রত্যক্ষদর্শীর তথ্য

দোকানের ম্যানেজার মাহবুব জানান, রাত প্রায় ৩টার দিকে পাশের দোকানের এক কর্মচারী তাকে শাটার খোলা থাকার খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, শাটার কাটা অবস্থায় রয়েছে এবং ৬৫ বস্তা চাল চুরি হয়েছে।

তদন্তের অগ্রগতি

বাজারে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ঘটনার সময় একটি মিনি ট্রাক বাজার থেকে যাওয়া-আসা করেছে। পুলিশ জানিয়েছে, ফুটেজে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত চলছে।

পুলিশের বক্তব্য

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, “ঘটনাটি আমরা অবগত আছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।”

উপরে