প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৬ ২১:৩৪

বগুড়ায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি; ডিভাইসসহ পরীক্ষার্থী আটক-৪

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি; ডিভাইসসহ পরীক্ষার্থী আটক-৪

‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বগুড়ায় ইলেকট্রনিক ডিভাইসসহ চার পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন।

‎শুক্রবার (আজ) বিকেলে জেলার তিনটি পৃথক পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটককৃত কেন্দ্রগুলো হলো— বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বগুড়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। এর মধ্যে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে দুইজন, ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষার্থী আটক হন।

‎আটক পরীক্ষার্থীরা হলেন— সুরাইয়া (৩০), স্বামী মো. ফিরোজ কবির, সাং বড় মহান্দপুর, গাইবান্ধা সদর; শরিফা (২৫), স্বামী মো. মশিউর, সাং বারইপাড়া, শিবগঞ্জ; মো. পিয়াল (২৯), পিতা কামরুজ্জামান, সাং সুভগাছা, শেরপুর, বগুড়া এবং রিয়াদুল জান্নাত (৩০), পিতা আবদুল খালেক, সাং হাটধুমা, নন্দীগ্রাম, বগুড়া।

‎সূত্র জানায়, আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে, যা পরীক্ষায় অসদুপায় অবলম্বনের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। 

‎এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

‎অন্যদিকে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উপরে